একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৯ জুলাই বাংলাদেশ আসছেন পাকিস্তানি ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে হাফিজ-মালিক-সরফরাজরা। খবর পাকিস্তান টুডের।
এতে আরও বলা হয়, তিন ওয়ানডের প্রথমটি শুরু হবে ১৪ জুলাই। পরের দুটি যথাক্রমে ১৬ ও ১৯ জুলাই। এর মধ্যে প্রথম দুটি ওয়ানডে ফতুল্লা এবং শেষ ওয়ানডে সিলেট অথবা চট্টগ্রামে হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল, ২০১৭/মাহবুব