সাউথ্যাম্পটনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে গেল চেলসি। ফলে শিরোপার আরও কাছে চলে গেল আন্তোনিও কোন্তের দল।
মঙ্গলবার রাতে ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে ৪-২ গোলের এই দারুণ জয়ে জোড়া গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড দিয়েগো কস্তা। অপর গোল দুটি এডেন হ্যাজার্ড আর অধিনায়ক গ্যারি ক্যাহিলের।
পাঁচ ম্যাচ হাতে রেখে ৭৮ পয়েন্ট চেলসির। ৩২ ম্যাচে টটেনহ্যামের পয়েন্ট ৭১।
বিডি প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৭/এনায়েত করিম