কলকাতার সামনে ২০ ওভারে পাঁচ উইকেটে ১৮২ রান তুলল পুণে সুপারজায়ান্ট। সামনে থেকেই নেতৃত্ব দিলেন অধিনায়ক স্মিথ। ৫১ রানে অপরাজিত সুপারজায়ান্ট ক্যাপ্টেন। নাইটদের সেরা বোলার চায়নাম্যান কুলদীপ যাদব। চার ওভার হাত ঘুরিয়ে ৩১ রান দিয়ে দু’টি উইকেট তুলে নেন কুলদীপ। তাঁর গুগলিতে স্টাম্পড আউট হন ধোনি ও মনোজ।
স্মিথের হাফ-সেঞ্চুরি !!! ৩৫ বলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি-সহ ৫০ পুণে অধিনায়ক। অন্যদিকে ব্যাটিংয়ে সমালোচকদের ভালই জবাব দিচ্ছেন মাহেন্দ্র সিং ধোনি। ১১ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন মাহি।
সূত্র: ক্রিকইনফো
বিডি প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৭/ ই জাহান