আক্রমণভাগের ছিলনা ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজিমা। ডিফেন্সে ছিলেন না সের্জিও র্যামোসও। এরপরেও জিনেদিন জিদানের রিইয়াল মাদ্রিদ জয় নিয়েই মাঠ ছাড়লো। ডিপোর্টিভো লা করুনাকে ৬–২ ব্যবধানে হারাল তারা।
নিয়মিত দলের ৯ জনকে বসিয়ে এদিন রিয়ালের ‘বি’ টিমকে নামিয়েছিলেন জিদান। খেলার প্রথম মিনিটেই গোল করেন আলভারো মোরাতা। ১৪ মিনিটে ২–০ করেন জেমস রদ্রিগেজ। ডিপোর্টিভোর হয়ে ৩৫ মিনিটে ২–১ করেন ফ্লোরিন অ্যান্ডোনে। রিয়ালের লুকাস ভাজকুয়েজ বিরতির মিনিটখানেক আগে ৩–১ করেন।
এরপর ফের গোল রদ্রিগেজের। খেলার বয়স তখন ৬৬ মিনিট। ম্যাচ তখনই ডিপোর্টিভোর হাতের বাইরে চলে যায়। দশ মিনিট বাদে ইস্কো গোল করেন। ৮৪ মিনিটে জোসেলু ব্যবধান কমালেও তিন মিনিটের মধ্যেই গোল ক্যাসেমিরোর।
এমন দুর্দান্ত জয়ের পর রিয়ালেরও লা লিগায় পয়েন্ট দাঁড়াল ৭৮। বার্সার তুলনায় তারা একটা ম্যাচ কম খেলেছে। ম্যাচ শেষে জিদান বলেন, ‘একজন কোচের কাজ সবচেয়ে কঠিন হয়ে ওঠে তখনই, যখন এত বড় ব্যবধানে জেতার পরেও এই দলের অনেককেই পরের ম্যাচে দলের বাইরে রাখতে হবে। কোনও সন্দেহ নেই আমাদের দলের খেলোয়াড়রা দুর্দান্ত। ওরা সবাই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা রাখে।’
এদিন গোটা ম্যাচেই অসামান্য ছন্দে পাওয়া যায় মিডফিল্ডার ইস্কোকে। মাঝমাঠে খেলাটা তৈরি করছিলেন তিনিই। প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন দুর্দান্ত। জিদানও তাই বলছেন, ‘বিপক্ষের অনুরাগীরা উঠে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছে, এরকম সচরাচর দেখা যায় না। ও সত্যিই দুর্দান্ত। ও যা করেছে, সেটা সবাই পারে না। দলের যখনই দরকার হয়, ও নিজের দায়িত্ব পালন করে। খুব খুশি ওর খেলা দেখে।’
বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪