আবার হারের মুখ দেখতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এবার গুজরাট লায়ন্স ৭ উইকেটে হারিয়ে দিল বিরাট কোহলি বাহিনীকে। এই হারের ফলে বেঙ্গালুরু নেমে গেল ৭ নম্বরে। তাদের পয়েন্ট ৯ ম্যাচে মাত্র ৫। প্লে–অফের আশা ক্রমশ কঠিন হচ্ছে বেঙ্গালুরুর জন্য। অন্যদিকে গুজরাট ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে উঠে এল ৬ নম্বরে। কলকাতার বিরুদ্ধে হারের ধাক্কাটা যে বিরাটরা সামলাতে পারেননি তা এদিনের ম্যাচে বোঝা গেল।
চিন্নাস্বামীতে এদিন প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তোলে মাত্র ১৩৪। গেইল (৮), কোহলি (১০), ডি’ভিলিয়ার্স (৫)-রা আজকেও ব্যর্থ। কেদার যাদব করেছেন ৩১। পবন নেগি করলেন ১৯ বলে ৩২। শুরু থেকেই এদিন বেঙ্গালুরু ব্যাটিংকে বিপর্জস্ত দেখিয়েছে। গুজরাটের অ্যান্ড্রু টাই ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট দখল করেন। ম্যাচের সেরা হয়েছেন তিনি। রবীন্দ্র জাদেজা নিয়েছেন ২ উইকেট।
জবাবে ১৩.৫ ওভারেই গুজরাট ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলে ম্যাচ জিতে নেয়। ব্রেন্ডন ম্যাকালাম (৩) ব্যর্থ হন। অধিনায়ক সুরেশ রায়না ৩০ বলে ৩৪ রান করে অপরাজিত থাকলেন। অ্যারন ফিঞ্চ ৩৪ বলে করলেন ৭২। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৬টি ছয়।
বেঙ্গালুরুর পক্ষে স্যামুয়েল বাদ্রি ২ উইকেট নেন। এখন যা পরিস্থিতি তাতে বাকি ৫ ম্যাচ জিততেই হবে কোহলিদের। না হলে এবার প্লে–অফে যাওয়া হবে না তাদের।
বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯