স্টুটগার্ট, মাদ্রিদ, রোম এই তিন জায়গায় টুর্নামেন্টেই তাকে দেওয়া হয়েছে ওয়াইল্ডকার্ড। ১৫ মাসের নির্বাসনের পর কোর্টে ফিরেই এতটা সুবিধা পাওয়াতে তার সহ্য হয়নি। মারিয়া শারাপোভাকে কুৎসিতভাবে আক্রমণ করে বসেছেন ইউজনি বুচার্ড।
তিনি প্রকাশ্যেই বলেছেন, ‘ও প্রতারক। আর প্রতারকদের কোর্টের বাইরেই ছুঁড়ে ফেলা উচিত।’ কথাটা কানে পৌঁছেছে শারাপোভার। প্রথম দু’দিন কোর্টে ফিরেই নিজের উপস্থিতি বুঝিয়েছেন।
এবার বুচার্ডের অভিযোগকেও কোর্টের বাইরে ছুঁড়ে ফেললেন অদ্ভুত ভঙ্গিতে। তিনি বলেন, ‘আমি আর কী বলব? কিছু বলার নেই। আসলে আমি এসবের উর্ধ্বে। নিজেকে উর্ধ্বে রাখতেই ভালবাসি।’
এদিকে সেরেনা উইলিয়ামস মা হতে চলেছে। যে সেরেনার কাছে বারবার হেরেছেন, সেই তাকে অভিনন্দন জানিয়েছেন শারাপোভা। মিষ্টি বার্তার মাধ্যমে তিনি জানান, ‘মেয়েদের জীবনে সেরা উপহার হল মাতৃত্ব। সন্তান। আমি তো বলব, এটা সবচেয়ে বড় আশীর্বাদ। সেরেনার জীবনে, এটা সবচেয়ে সুন্দর অধ্যায়।’
বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১