যোদ্ধার সাজে ডেভিড বেকহ্যামের একটা ছবিই ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। হলিউডের যে কোনও সুদর্শন নায়ককে অনায়াসে টেক্কা দিতে পারেন বেকহ্যাম। ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলারকে দেখা যাবে ‘কিং আর্থার: লেজেন্ড অফ দ্য সোর্ড’ ছবিতে।
আগামী ১৯ মে ছবি মুক্তি পাওয়ার কথা ছবিটি। ছোট্ট একটা ভূমিকায় আছেন ফ্রি-কিকের এই ফুটবল জাদুকর।
নাইট অর্থাৎ যোদ্ধার বেশেই পাওয়া যাবে বেকহ্যামকে। চরিত্রের নাম ট্রিগার। ফার্স্টলুকই বলে দিচ্ছে বড় পর্দায় বেকহ্যামকে কেমন দেখাবে। ৪১ বছর বয়সেও তার গ্ল্যামার তো কমেইনি, উল্টে ব্রিটিশ সুপারস্টার ঝলসাচ্ছেন।
আজও নারীদের মনে তুফান তুলে দেন বেকস। হেয়ারকাট থেকে ট্যাটু। বেকসের খেলার বাইরেও এগুলোও ছিল আলোচ্য বিষয়। আজও তিনি একইভাবে আলোচিত।
বেকস টুইটারে একটি ছবি দিয়েছেন। সেখানে তার সবুজ দাঁত। মাথার পাশে ক্ষতচিহ্ণ। সেই ছবিই দেখেছেন সাড়ে তিন কোটি মানুষ। মন্তব্য করেছেন আট হাজারের বেশি ভক্ত।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০