ওয়ানডে বা টি-টোয়েন্টিতে পাকিস্তান এখন নড়েবড়ে অবস্থানে থাকলেও টেস্টে অপ্রতিরোধ্য একটি দল। কিংস্টন টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের জয়ই সে ধারাবাহিকতার প্রমাণ। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে মিসবাহ-উল-হকের দল।
রবিবার সিরিজের দ্বিতীয় টেস্টে বার্বাডোজে মুখোমুখি হচ্ছে মিসবাহ বাহিনী। এই টেস্টে জয় পেলেই নতুন ইতিহাস গড়বে পাকিস্তান। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে কখনোই টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি পাকিস্তান। এবারে সেই অতৃপ্তি ঘোচানোর সুবর্ণ সুযোগ তাদের সামনে।
১৯৫৭/৫৮ মৌসুমে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল পাকিস্তান। ৫ ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সেই থেকে শুরু। এরপর যতবারই পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে ততবারই তাদের সঙ্গী হয়েছে হতাশা। সর্বোচ্চ সাফল্য বলতে সিরিজ ‘ড্র’ করা!
চলতি সিরিজটি ক্যারিবিয় দ্বীপপুঞ্জে পাকিস্তানের অষ্টম সফর। আগের সাত সিরিজের চারটি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাকি তিনটি সিরিজ ড্র হয়েছে।
চলতি সফরে প্রথম টেস্ট দাপট দেখিয়ে জিতে নিয়েছে পাকিস্তান। তাই সিরিজ জয়ে আশাবাদী দলটির সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক মিসবাহ, ‘আমরা দেখিয়েছি জয়ের জন্য যা যা দরকার তা আমাদের আছে। তাই আমাদের নিশ্চিত করতে হবে কিছু বিষয়। রান করতে হবে, যখন তারা ব্যাটিংয়ে আসবে মাঠে আমাদের সুযোগগুলো কাজে লাগাতে হবে এবং বোলারদের ২০ উইকেট তুলে নিতে হবে।’
চলতি সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ৪২ বছর বয়সী মিসবাহ। গেল টেস্টে প্রথম পাকিস্তানি হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ইউনিস খানেরও এটি শেষ সিরিজ। পাকিস্তানের ৬০ বছরের আক্ষেপ ঘোচানোর মূল দায়িত্বটা থাকছে তাদের কাঁধেই।
সূত্র: ক্রিকইনফো
বিডি প্রতিদিন/ ৩০ এপ্রিল, ২০১৭/ ই জাহান