আইপিএল উম্মাদনা থেকে এখন বহু দূরে তিনি। ঘরোয়া মৌসুমে সর্বোচ্চ রান করা সত্ত্বেও, কোনও ফ্র্যাঞ্চাইজি থেকেই ডাক পাননি এবার। ক্ষোভে-দুঃখে চেতেশ্বর পূজারা এবার আর আইপিএল দেখছেনই না।
সম্প্রতি এক সংবাদপত্রে সাক্ষাৎকারে সেকথা পরিষ্কার করেছেন নিজেই। তিনি জানান, ‘গোটা দিনটা অনুশীলন বা ফিটনেস ট্রেনিং নিয়েই কেটে যায়। তাই ২৪ ঘণ্টা ক্রিকেট দেখার মতো সময় আমার নেই। বিকেলে এসে পরিবারের সঙ্গে সময় কাটাই। তাই টিভি খুলি না।’
এরপরেই বিতর্ককে দূরে রাখতে তিনি বললেন, ‘আমি নিজে খেলছি না বলে আইপিএল দেখছি না, এমন নয়। মাঝে মাঝে পরিবারের কেউ দেখলে আমিও পাশে বসে পড়ি।’
ঘরোয়া মৌশুমে ১৩টি টেস্ট খেলে ১৩১৬ রান করেছিলেন পুজারা। ছিল চারটি সেঞ্চুরিও। তবে ব্যক্তিগত কৃতিত্বের বদলে তার মুখে দলের সাফল্যই। তিনি বলেন, ‘দলের জন্য করতে পেরেছি, এটাই আমাকে সবথেকে বেশি তৃপ্ত করেছে। কিন্তু আমার মনে হয় অনেকবার বাজেভাবে উইকেট আউট হয়েছি। অনেক ম্যাচে শুরুটা ভাল করেও বড় রান করতে পারিনি। এটা ঠিক করার চেষ্টা করব।’
বিডি-প্রতিদিন/ ০১ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫