সোমবার র্যাংকিংয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর নতুন প্রতিবেদনে ওয়ানডে র্যাংকিংয়ে আরও এক পয়েন্ট খুঁইয়েছে হাথুরু সিংহের শিষ্যরা।
যদিও নতুন এই র্যাংকিংয়ে ওয়ানডেতে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের সেই সপ্তম অবস্থানেই আছে তারা। তবে এক রেটিং পয়েন্ট কমেছে লাল-সবুজ জার্সিধারীদের।
এক রেটিং পয়েন্ট কমায় বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯১। অন্যদিকে ষষ্ঠ অবস্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট কমেছে পাঁচ। লঙ্কানদের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯৩। ফলে দুই দলের রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র দুই।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছাড়াও নতুন র্যাংকিংয়ে রেটিং পয়েন্ট কমেছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের। দুই রেটিং পয়েন্ট কমে পাকিস্তান ও জিম্বাবুয়ের বর্তমান রেটিং পয়েন্ট যথাক্রমে ৮৮ ও ৪৬। চার রেটিং পয়েন্ট কমে নবম অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৭৯। বার্ষিক হালনাগাদের আগে ক্যারিবিয়দের পয়েন্ট ছিল ৮৩।
সূত্র: আইসিসি ওয়েব
বিডি প্রতিদিন/ ১ মে, ২০১৭/ ই জাহান