ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ প্রকাশিত ওয়ানডে ক্রিকেট দলের র্যাংকিংয়ে শীর্ষ স্থান দখলে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ১২৩ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে সবার উপরে প্রোটিয়াদের অবস্থান। আর ২য় অবস্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৮।
অন্যদিকে অস্ট্রেলিয়া থেকে মাত্র ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত। আর তালিকার চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১১৫। আর ইংল্যান্ড পঞ্চম স্থানে থাকলেও পয়েন্ট ১০৯।
এছাড়া সোমবারের প্রতিবেদনে পয়েন্ট খুঁইয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। ষষ্ঠ অবস্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট কমেছে পাঁচ। লঙ্কানদের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯৩। আর এক রেটিং পয়েন্ট কমায় বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯১। তবে দুই রেটিং পয়েন্ট কমে পাকিস্তান ও জিম্বাবুয়ের বর্তমান রেটিং পয়েন্ট যথাক্রমে ৮৮ ও ৪৬। চার রেটিং পয়েন্ট কমে নবম অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৭৯।
সূত্র: আইসিসি ওয়েব
বিডি প্রতিদিন/ ১ মে, ২০১৭/ ই জাহান