ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৪০ তম ম্যাচে আজ মাঠে নামছে তারকা ক্রিকেটার জহির খানের দল দিল্লি ডেয়ার ডেভিলস ও মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ।
দিল্লিতে স্থানীয় সময় রাত ৮টা ও বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এর আগে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের প্রথম দেখায় ১৫ রানের জয় পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে আজ দিল্লির মাঠে কতটা নৈপুণ্য দেখাতে পারবেন ডেভিড ওয়ার্নাররা সেটাই দেখার বিষয়!
অন্যদিকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান আজ খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
সূত্র: ক্রিকইনফো
বিডি প্রতিদিন/ ২ মে, ২০১৭/ই-জাহান