বলা হয়ে থাকে যে, রোনালদোর উপর সবসময়ই ঈর্ষাকাতর জিনেদিন জিদান। রোনালদোকে তিনি কেন হিংসা করেন, তা জানলেও চমকে উঠতে পারেন। জিদানের হিংসার কারণটা হলো রোনালদোর গোল করা নিয়েই!
আজ মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে অ্যাটলেটিকো দে মাদ্রিদের মুখোমুখি হতে চলেছে রিয়াল মাদ্রিদ। তার আগে সাংবাদিক সম্মেলনে জিদানের মুখে রোনালদোকে ঈর্ষা করার কথা শুনে স্বভাবতই চমকে উঠেছিলেন সবাই।
জিদানের দিকে প্রশ্ন ছুটে গিয়েছিল রোনালদো্-ই কি বিশ্ব ফুটবলের সেরা ফিনিশার? জবাবে জিদান স্বীকার করেন, 'কোচ হিসেবে তার দেখা সেরা ফিনিশার রোনালদোই। তিনি জানান, কোচ হিসেবে আমার দেখা সেরা ফিনিশার রোনালদো। কিন্তু আমি তো আর ওর সঙ্গে খেলিনি। আমি ফুটবল খেলেছি ব্রাজিলের সেই রোনালদোর সঙ্গে। আর আমার সতীর্থ ফুটবলার রোনালদোও এভাবে প্রচুর গোল করত। আর ঠিক এই জায়গাতেই এই দুই রোনালদোকে আমি হিংসা করি। কারণ এই দু’জনের মতো গোলের পর গোল করতে পারি না আমি।' জিদানের এই কথা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার