তাঁর আগ্রসী মনোভাব নিয়ে কত কথা বলে লোকে। কিন্তু মুদ্রার উল্টোদিকেরও একটা ছবি আছে। যে ছবিতে বারবার ধরা দিয়েছে, তিনি বাচ্চাদের ভিড়ে বাচ্চাদেরই মতো হয়ে যান!
ধোনির মেয়ে জিভার সঙ্গে তাঁর তোলা সেলফি তো কেউ ভুলতে পারেনি। ছোট্ট জিভা সেদিন বিরাট আঙ্কেলের ফোন কানে দিয়ে বসেছিল। সে ছবি পোস্ট করে মিষ্টি বার্তা লিখেছিলেন তিনি।
এবার বিরাট কোহলিকে দেখা গেল হরভজন কন্যা হিনায়া–র সঙ্গে। সোমবার আইপিএলের প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। ব্যাট হাতে তিনি নিজেও ব্যর্থ। সেরা ছন্দের ধারে কাছেও ছিলেন না। এই ধরনের পরিস্থিতিতে মেজাজ বিগড়ে থাকার কথা। কিন্তু ছোট্ট হিনায়ার সঙ্গ মন খারাপের গুমোট ভাবটা কাটিয়ে দিয়েছিল। হিনায়াকে কোলে নিয়ে সেলফি তুলেছেন বিরাট।
তারপর সে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘বেবি হিনায়া আমার দাড়িতে কী যে খুঁজছে! আর আমি ওর দিকে তাকিয়ে শুধুই ভেবে চলেছি, কেউ এত মিষ্টি কী করে হতে পারে! হরভজন আর গীতা বাসরার জীবনে সত্যিই ও আশীর্বাদ।’ বিরাটের এই ছবি সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়ে গেছে।
সূত্র: আজকাল
বিডি প্রতিদিন/ ২ মে, ২০১৭/ই-জাহান