বারের আইপিএলে একেবারেই ভাল ছন্দে নেই দিল্লি ডেয়ারডেভিলস। প্লে অফে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। কিন্তু মঙ্গলবার সানরাইজার্স হায়দ্রাবাদকে তারা অনায়াসেই হারিয়ে দিল ৬ উইকেটে।
প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ তোলে ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান। জবাবে পাঁচ বল বাকি থাকতেই দিল্লি ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান করে।
হায়দ্রাবাদের হয়ে সর্বাধিক ৭০ রানে অপরাজিত থাকেন যুবরাজ সিং। এছাড়া শুরুতে ওয়ার্নার ৩০, শিখর ধাওয়ান ২৮, উইলিয়ামসন ২৪ রান করেন। পরেরদিকে হেনরিক্স অপরাজিত ছিলেন ২৫ রানে।
দিল্লিকে এই রান তুলতে তেমন বেগ পেতে হয়নি। শুরু থেকেই একটা স্বাভাবিক ছন্দে ব্যাট করেছে দিল্লি। স্যামসন ২৪, করুণ নায়ার ৩৯, ঋশাভ পান্থ ৩৪, শ্রেয়স আইয়ার ৩৩, অ্যান্ডারসন অপরাজিত ছিলেন ৪১ রান করে।
জয়ের ফলে দিল্লির তেমন লাভ হল না। ৯ ম্যাচে হল মাত্র ৬ পয়েন্ট। প্রথম চারে থাকার কোনও সম্ভাবনাই নেই। হায়দরাবাদ ১১ ম্যাচে ১৩ পয়েন্ট। আপাতত তিন নম্বরে। প্লে অফে যাওয়ার সম্ভাবনা ভালই। এই ম্যাচে জিতে গেলে প্লে অফ নিশ্চিত হয়ে যেত। আপাতত পরের ম্যাচগুলির জন্য অপেক্ষা করতে হবে তাদের।