আইপিএলের দশম আসরে সানরাইজ হায়দ্রাবাদের পক্ষে খেলার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান। তবে বাঁ-হাতি এই পেসার ইংল্যান্ডে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে দেশে ফিরছেন। বুধবার সন্ধ্যায় দেশে ফিরবেন এই টাইগার পেসার।
বৃহস্পতিবার ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন মুস্তাফিজুর রহমান। একই ফ্লাইটে মুস্তাফিজের সফরসঙ্গী হতে পারেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এবারের আইপিএল অভিজ্ঞতা মোটেই সুখকর হয়নি মুস্তাফিজের। সানরাইজার্স হায়দরাবাদের একাদশে জায়গা পেয়েছিলেন কেবল একটিমাত্র ম্যাচে। সেই ম্যাচে ৩৪ রান খরচ করলেও থেকেছেন উইকেটশুন্য। দুই-একটি ম্যাচে তাকে ডাগআউটে পাওয়া গেলেও দলের অধিকাংশ ম্যাচে থেকেছেন টিম হোটেলে। তবে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করেছেন তিনি।