উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০ গোলের ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে বেশ পিছিয়ে পড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে এখনই আশা ছাড়তে চাইছেন না অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে।
নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে বিশাল ব্যবধানে হারলেও পরের লেগে ঘুরে দাঁড়াতে চান সিমিওনে। আত্মবিশ্বাসী এ কোচ বলেন, ‘দ্বিতীয় লেগ এখনও বাকি আছে। অনেকেই বলবে ঘুরে দাঁড়ানোটা অসম্ভব, কিন্তু আমার কাছে এটা সম্ভব। ফুটবল অবিশ্বাস্য একটা খেলা, অপ্রত্যাশিত যেকোনো কিছু ঘটতে পারে এখানে। কাজেই আমাদের এখনও একটা সুযোগ রয়েছে।’
এর আগে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটা বেদনাদায়ক হারই ডাগ আউট থেকে দাঁড়িয়ে দেখেছেন সিমিওনে। তাই বাস্তবতা স্বীকার করতেও ভুললেন না তিনি। বললেন, ‘রিয়ালের বিপক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন একটা ব্যাপার। কিন্তু এসব ফুটবলেরই অংশ। সম্ভাবনার শেষ বিন্দু থাকা অবধি আমরা খেলবো। আমরা অসম্ভব কিছুকে সম্ভব করে দেখাবো। আমরা অ্যাটলেটিকো মাদ্রিদ।’
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের ২০১৪ ও ২০১৬ সালের আসরে অ্যাটলেটিকো মাদ্রিদের হৃদয় ভাঙার কারণ রিয়াল মাদ্রিদ। সেই দুই আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে অল্পের জন্য ট্রফি ক্যাবিনেটে তোলা হয়নি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এছাড়া ২০১৫ সালেও কোয়ার্টার ফাইনালে রিয়ালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
সূত্র: গোল ডটকম
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৭/ওয়াসিফ