ইংলিশ ক্রিকেটার লুক ফ্লেচার এজবাস্টনে বোলিং করার সময় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। বার্মিংহামের বিপক্ষে ওভারের প্রথম বলটি করেছিলেন নটিংহ্যামশায়ারের জনপ্রিয় এ খেলোয়াড়।
অপর প্রান্তে থাকা ব্যাটসম্যান স্যাম হেইন সপাটে ব্যাট চালিয়ে দিয়েছিলেন। বল উড়ে এসে আঘাত করে লুকের মাথায়। আঘাত এতটাই গুরুতর ছিল সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ভর্তি করা হয় বার্মিংহাম হাসপাতালে।
লুক ফ্লেচারের সতীর্থ জ্যাক বল টুইটারে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, অক্সিজেন দেয়া হচ্ছে লুক ফ্লেচারকে। লুক অসুস্থ হয়ে মাঠ ছাড়লেও সেদিনের খেলা বন্ধ হয়নি। বার্মিংহামের কাছে শেষ বলে হেরে গেছে নটিংহ্যামশায়ার।
বিডি প্রতিদিন/৯ জুলাই, ২০১৭/ফারজানা