লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে চালকের আসনে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড তুলেছে ১ উইকেটে ১১৯ রান। কুক অপরাজিত আছেন ৫৯ রানে। ইংলিশরা এগিয়ে আছে ২১৬ রানে। হাতে রয়েছে আরও ৯ উইকেট।
এর আগে তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ৩৬১ রানে। ৫ উইকেট হারিয়ে ২১৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে বাভুমা করেন ৫৯ রান। কুইন্টন ডি কক করেন ৩৭ বলে ৫১ রান। ফিল্যান্ডারের অবদান ৫২ রান।
ইংলিশ শিবিরের সফল বোলার মঈন আলি। তিনি ৪ উইকেট নিলেন। ২টি করে উইকেট পান লিয়াম ডসন, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন। প্রথম ইনিংসে ইংল্যান্ড তুলেছিল ৪৫৮।
রবিবার, চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকার বোলাররা শুরুতেই যদি ইংরেজদের উইকেট না তুলতে পারেন, তাহলে ম্যাচে আরও জাঁকিয়ে বসবেন রুটরা।
বিডি-প্রতিদিন/ ৯ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯