প্রথম টেস্টে বেন স্টোকসকে আউট করে উদযাপনের সময় কটু কথা বলেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তার শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়েছে তাকে। নিষেধাজ্ঞার ফলে ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টে নামা হচ্ছে না তার। তবে রাবাদার ওপর আরোপিত নিষেধাজ্ঞা মেনে নিতে পারছেন না দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্রায়েম স্মিথ।
ক্রিকেটভিত্তিক সংবামাধ্যম ইএসপিএন ক্রিকইনফোকে গ্রায়েম স্মিথ বলেন, এটা হাস্যকর। কেউ এটা নিয়ে লিখেনি। কেউ এটা নিয়ে কথা বলেনি। শুধুমাত্র স্টাম্প মাইকে ছিল বলেই এটি হলো।
নিষেধাজ্ঞার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে রাবাদার খাতায়। স্টাম্প মাইকে ধরা পড়েছিল রাবাদার করা কটু শব্দটি। তবে এমন শাস্তি পাওয়ার মতো গুরুতর দোষ রাবাদা করেননি বলে মনে করছেন স্মিথ।
গ্রায়েম স্মিথ বলেন, এটা আরো ভালোভাবে সামাল দেয়া যেত। আমি মনে করি না এটা বেন স্টোকসকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। এটা শুধুমাত্র হতাশার বহিঃপ্রকাশ ছিল।
৭৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া ইংলিশদের হাল ধরেছিলেন জো রুট। তাকে দারুণ সঙ্গ দেন বেন স্টোকস। ৫৮ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। রুটের সঙ্গে ১১৪ রান যোগ করেন তিনি। রাবাদার বলে ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান স্টোকস। সেটিই ছিল রাবাদার প্রথম শিকার। প্রথম ইনিংসে তিনটি উইকেট পান রাবাদা।
বিডি প্রতিদিন/০৯ জুলাই ২০১৭/আরাফাত