টানা চতুর্থ জয় পেয়েছে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) টিম। আজ অস্ট্রেলিয়ায় চতুর্থ একদিনের ম্যাচে নর্দান টেরিটোরি (এনটি) আমন্ত্রিত একাদশকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিটন দাসরা।
ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে আজ এইচপির সামনে লক্ষ্য ছিল মাত্র ১৩৭ রান। অধিনায়ক লিটনের অপরাজিত ৭২ রানের ইনিংসে এক উইকেট হারিয়ে ২৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ফলে টানা চার ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল এইচপি দল। আগামী মঙ্গলবার হবে শেষ ম্যাচ।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে এইচপির পেসারদের তোপে পড়ে ১৩৬ রানেই অলআউট হয়ে যায় নর্দান টেরিটোরি। দলের হয়ে নাথান ম্যাকসুইনি ও অ্যালেক্স গ্রেগরি- দুজনই করেন ৩৪ রান।
এইচপির হয়ে আবু হায়দার রনি ৮.২ ওভারে ২২ রান নিয়ে ৪ উইকেট নেন। অন্য দুই পেসার আবুল হাসান রাজু ও ইবাদত হোসেন নেন ২টি করে উইকেট।
বিডিপ্রতিদিন/ ০৯ জুলাই ২০১৭/ ই-জাহান