বার্সেলোনার সাথে লিওনেল মেসির চুক্তি নবায়নে দারুণ খুশি হয়েছেন ক্লাবটির ব্রাজিলিয়ান তারকা নেইমার। তারকা এই স্ট্রাইকারের অনুপস্থিতিতে ক্লাবে জটিলতা দেখা দিত বলে মনে করেন নেইমার।
৩০ বছর বয়সী মেসি গত বুধবার লা লিগা জায়ান্টদের হয়ে নতুন করে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত মেসি কাতালান ক্লাবেই থাকছেন। নতুন এই চুক্তি বৃদ্ধিতে একটি বিষয় অন্তত নিশ্চিত যে বার্সার হয়েই মেসি পেশাদার ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন।
এ সম্পর্কে নেইমার বলেন, বিশ্বের সেরা খেলোয়াড়কে আবারও ক্লাবে সতীর্থ হিসেবে পেয়ে আমি দারুণ খুশী। তাকে ছাড়া ফুটবলকে চিন্তা করা কার্যত অসম্ভব।
নতুন কোচ আর্নেস্টো ভালভার্দের অধীনে বার্সেলোনা খুব শিগগিরই ২০১৭-১৮ মৌসুমে প্রস্তুতি শুরু করবে। এ্যাথলেটিকো বিলবাওয়ের সাবেক এই কোচকে পেয়ে নেইমার বলেছেন, আমাদের দলে অসাধারণ একজন কোচ এসেছেন। তার সাথে ইতোমধ্যেই আমার কথা হয়েছে। আশা করছি সকলে মিলে আবারও বার্সেলোনাকে ভালো কিছুই উপহার দিতে পারবো।
বিডি প্রতিদিন/০৯ জুলাই ২০১৭/এনায়েত করিম