দিনাজপুরে প্রমীলা ক্রিকেটারকে যৌন নিপীড়নের অভিযোগ এনে ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন যৌন হয়রারির শিকার প্রমিলা ক্রিকেটারের বাবা।
কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম মামলা দায়েরের কথা স্বীকার করে জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
এজাহারে নির্যাতিতা প্রমীলা ক্রিকেটারের বাবা উল্লেখ করেন, আমার নাবালিকা মেয়ে গত ৩ বছর ধরে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের কোচ আবু সামাদ মিঠুর অধীনে দিনাজপুর গোর-ই শহীদ বড় মাঠে ক্রিকেট অনুশীলন করে আসছে।
গত ১ জুন বিকালে মাঠে অনুশীলনের সময় পায়ে বলের আঘাতে জখম হয়। তখন অপর একজন প্রমীলা ক্রিকেটার তার মেয়েকে মাঠে অবস্থিত স্পোটর্স ভিলেজে নিয়ে যান। এ সময় মিঠু অপর প্রমীলা ক্রিকেটারকে কৌশলে মাঠে পাঠিয়ে দেন। পরে চিকিৎসার নামে তার শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে মিঠু তাকে ছেড়ে দিলেও ঘটনা প্রকাশ না করার হুমকি দেন।
উল্লেখ্য, আবু সামাদ মিঠু, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির দিনাজপুরের কোচ। যৌন নিপীড়নের অভিযোগে মিঠুকে ইতিমধ্যেই বিসিবি এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অপরদিকে, যৌন নিপীড়নকারী আবু সামাদ মিঠুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহনের দাবিতে বেশ কিছুদিন ধরেই দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট এর ব্যানারে আন্দোলন করে আসছে বিভিন্ন সামাজিক সংগঠন।
নির্যাতিতা প্রমীলা ক্রিকেটারের বাবা এজাহারে উল্লেখ করেন, এই ঘটনার বিষয় দিনাজপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিতভাবে অবহিত করি। মেয়ে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় এবং জেলা ক্রীড়া সংস্থা, বিসিবিসহ অন্যান্য প্রতিষ্ঠানে অভিযোগ প্রদানের পর প্রতিকার না পাওয়ায় থানায় এজাহার প্রদানে বিলম্ব হলো।।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৭/মাহবুব