টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য আবেদন করেছেন এমন একজন ব্যক্তি, যার ক্রিকেটের সঙ্গে কস্মিনকালেও কোনো সম্পর্ক নেই। অথচ সেই পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নামের সেই ব্যক্তি কেবল আবেদন করেই ক্ষান্ত হননি। তিনি জানিয়েছেন, ক্যাপ্টেন বিরাট কোহলির 'মেজাজ ঠাণ্ডা করতে' তিনি ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন!
ভারতীয় বোর্ডকে পাঠানো নিজের সিভিতে ব্রহ্মচারী লিখেছেন, "কোনো ক্রিকেট কিংবদন্তী বিরাট কোহলির উদ্ধত মেজাজের সঙ্গে সামলাতে পারবেন না, ফলে তার মতো আনকোরা, অপরিচিত একজনই হবেন উপযুক্ত কোচ!"
ইতোমধ্যে কোহলিদের কোচ হওয়ার জন্য রবি শাস্ত্রী, বীরেন্দ শেবাগ ও টম মুডির মতো তারকারা। তাই ব্রহ্মচারীকে আদৌ ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্ট করা হবে কিনা সেটা নিয়েই সন্দেহ রয়েছে।
আগামীকাল সোমবার ভারতীয় দলের প্রধান কোচ নির্বাচনের জন্য ইন্টারভিউ বোর্ড বসছে। সেখানে দেশটির ক্রিকেট উপদেষ্টা কমিটির তিন সদস্য - শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণ আবেদনকারীদের ইন্টারভিউ নেবেন। এরপর বলা যাবে ব্রহ্মচারীর কপালে কি রয়েছে।
সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের শোচনীয় পরাজয়ের পরই ভারতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দেন অনিল কুম্বলে। অধিনায়ক কোহলির সঙ্গে তার বনিবনা না হওয়ায় ভারতের সাবেক তারকা এই ক্রিকেটার সরে দাঁড়ান বলে খবর প্রকাশ হয়। এমনকি ক্রিকেট বোর্ডকে লেখা চিঠিতে সে কথাও উল্লেখ করেন কুম্বলে।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৭/মাহবুব