নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালের অক্টোবরে সবশেষ টেস্ট খেলেছিলেন রোহিত। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজকে সামনে রেখে বিরাট কোহলিকে অধিনায়ক আর আজিঙ্কা রাহানেকে সহ-অধিনায়ক করে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যায়, ঘোষিত সাদা পোশাকের দলে ফিরেছেন তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই শ্রীলঙ্কায় উড়াল দেবে ভারত। টেস্টের নিয়মিত পারফরমার মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতশ্বর পুজারা, রিদ্ধিমান সাহা আর ইশান্ত শর্মাও নিজেদের জায়গা ধরে রেখেছেন। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা হারদিক পান্ডেও আছেন স্কোয়াডে। টেস্টের ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, রিদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ইশান্ত শর্মা, উমেশ যাদব, হারদিক পান্ডে, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, অভিনব মুকুন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার