উইম্বলডনে তিনি ওয়াইল্ড কার্ডের আবেদন করেননি। ফ্রেঞ্চ ওপেনে ওয়াইল্ড কাপের আবেদন করেছিলেন। সেখানে তাকে না শুনতে হয়েছিল। নিষিদ্ধ মাদক নেওয়ার অভিযোগে ১৫ মাস টেনিসের বাইরে ছিলেন। কোর্টে ফিরলেও সামনে নেই কোনও খেলা। তাই দিনগুলি বিশ্রামেই কাটছে শারাপোভার।
ইনস্টাগ্রামে সোমবার একটি ছবি পোস্ট করেছেন শারাপোভা। সঙ্গে রয়েছে ভিডিও। যেখানে দেখা যাচ্ছে বিকিনি পরে পানিতে ঝাঁপ দিচ্ছেন তিনি। যে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সোমবার ভিডিওটি পোস্ট করে শারাপোভা লিখেছেন, ‘গ্রেসফুল’।
টেনিসে ফেরার পর স্টুটগার্ট ওপেনে খেলেছিলেন তিনি। মাশাকে ওয়াইল্ড কার্ড দেওয়া নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। এরপর চোটের জন্য গতমাসে ঘাসের কোর্টের টুর্নামেন্ট থেকে তিনি নিজেকে সরিয়ে নেন। তিনি জানান, ‘এই মুহূর্তে কোর্টে নামা আমার পক্ষে সম্ভব নয়। সম্পূর্ণ সুস্থ হওয়ার দিকেই নজর দিতে হবে এখন।’
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪