ভারতের সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রী বিরাট কোহলিদের প্রধান কোচ হচ্ছেন বলে দেশটির গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেটাকে প্রত্যাখ্যান করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সেক্রেটারি অমিতাভ চৌধুরী বলেছেন, নতুন কোচ নিয়োগ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই বিষয়ে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও লহ্মণকে নিয়ে গড়া উপদেষ্টা কমিটি এ বিষয়ে এখনও আলোচনা করছে।
এর আগে, সোমবার বিরাট কোহালিদের কোচের পদের জন্য আবেদন জানানো পাঁচ জনের ইন্টারভিউ নেয় উপদেষ্টা কমিটি। কথা ছিল সেদিনই কোচের নাম ঘোষণা করে দেওয়ার। কিন্তু সবাইকে চমকে ইন্টারভিউ শেষে সৌরভ জানিয়ে দেন, এখনই জানানো হচ্ছে না কোচের নাম। অপেক্ষা করা হবে অধিনায়ক বিরাট কোহালির জন্য। সোমবারের যবনিকা পড়েছিল সেখানেই। মঙ্গলবার উঠে এল অন্য চিত্র।
হঠাৎই কঠিন ভূমিকায় দেখা গেল কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরকে। সকালেই তারা বিসিসিআইকে জানিয়ে দিল কোচের নাম আজই ঘোষণা করতে হবে। তারপর হঠাৎই খবর রটে গেল রবি শাস্ত্রীকে কোচ ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। সেই মতো খবর রটে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিসিসিআই-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল কোচ নিয়ে কোনো সিদ্ধান্তই নেয়নি ক্রিকেট উপদেষ্টা কমিটি। টুইট করে সেই কথা জানালেন বিসিসিআই-এর ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী।
বিডি-প্রতিদিন/১২ জুলাই, ২০১৭/মাহবুব