ভারতের সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটির সুপারিশ কার্যকর করতে দেশটির ক্রিকেট বোর্ডের অন্দরে টালমাটাল অবস্থা শুরু হয়ে গেছে। জুনের শেষ দিকেই লোধা সুপারিশগুলো ফের খতিয়ে দেখতে সৌরভ গাঙ্গুলি ও অমিতাভ চৌধুরিসহ আট সদস্যের নতুন কমিটি গড়ে দেয় বোর্ড। আগামী ১৪ জুলাই লোধায় সংস্কার প্রসঙ্গে বোর্ডের ভূমিকা নিয়ে রায় দেবে দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু তার আগে মঙ্গলবার বোর্ডের বিশেষ সাধারণ সভা বাতিল হয়ে গেল।
কলকাতা টোয়েন্টিফোরের খবর, তামিলনাড়ু, কেরলা, সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থায় বোর্ডের সদস্যরা আপত্তি জানানোয় বোর্ডের অস্থায়ী প্রেসিডেন্ট সিকে খান্না এদিনের সভা বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ৭০ বছর পেরিয়ে গেলে সংস্থা ছেড়ে চলে যাওয়ার নতুন নিয়মে ক্রিকেট প্রশাসনের পদ থেকে শ্রীনিবাসন বা নিরঞ্জন শাহের মতো পুরনো প্রভাবশালী কর্তারা বিদায় নিতে হতে পারে। এজন্য তড়িঘড়ি আলোচনা করতে অমিতাভ চৌধুরি- রাজীব শুক্লারা মঙ্গলবার বৈঠক ডাকে। বিসিসিআই-এর সংবিধান অনুয়ায়ী, অন্তত ১০ দিনের নোটিশ না দেওয়ায় মঙ্গলবারের বৈঠক ভেস্তে যায়।
এদিকে, বৈঠক ভেস্তে যাওয়ায় নতুন করে ১৫ দিনের নোটিশ দিয়ে জুলাইয়ের শেষ সপ্তাহের ২৫ থেকে ২৭ তারিখের মধ্যে বিশেষ সাধারণ সভার ডাকা হতে পারে।
বিডি-প্রতিদিন/১২ জুলাই, ২০১৭/মাহবুব