শুধু মাঠেই নন, একটি কারণের জন্য মাঠের বাইরেও সমানভাবে জনপ্রিয় ভারতীয় ক্রিকেটাররা। খেলা ব্যতীত নিত্যনতুন স্টাইল স্টেটমেন্টের জন্য ভক্তরা সবর্ক্ষণ অনুসরণ করে চলেন কোহলিদের। প্রিয় ক্রিকেটারের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নজর রাখেন তারা।
অবশ্য ভারতের জাতীয় দলের সব সদস্যই যে নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেন, এমনটা নয়। রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনির মতো ক্রিকেটাররা স্টাইল নিয়ে মাঝেমধ্যেই এক্সপেরিমেন্ট করে থাকেন। কখনও হেয়ার স্টাইল বদলে দেন, তো কখনও আবার নজরকাড়া পোশাক পরে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়েই এবার ফ্যাসাদে পড়লেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা।
চুল কাটার পর নতুন হেয়ার স্টাইল-এর একটি ছবি টুইটারে আপলোড করেছিলেন রোহিত। কিন্তু ছবি পোস্ট করার পর থেকেই রোহিত-ভক্তরা অদ্ভুত মন্তব্য করতে শুরু করেন। এক ভক্ত লেখেন, ‘‘বাহ, বোলাররা এবার আর তোমাকে চিনতে পারবে না। তাদের সব পরিকল্পনা ভণ্ডুল হয়ে যাবে।’’ আবার, অন্য এক ভক্ত লেখেন ‘‘এটা আবার কেমন ধারার হেয়ারস্টাইল! সত্যি বলতে ভাল লাগছে না।’’
উল্লেখ্য, ক্রিকেট তারকাদের হেয়ারস্টাইল কী হারে জনপ্রিয় হতে পারে, তার নজির রেখেছেন সাবেক ভারত অধিনায়ক ধোনিই। ২০০৭ সালে তার নেতৃত্বে যখন প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত, তখন বড় চুলেই ধোনিকে দেখতে অভ্যস্ত ছিলাম আমরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সে সময়ে বহু ধোনি-ভক্তই নিজের চুল কাটা বন্ধ রেখেছিলেন, যাতে তারাও ধোনির মতো হেয়ারস্টাইল বানাতে পারেন।।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/তাফসীর