টিম ইন্ডিয়ার লক্ষ্য জানালেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তা হলো- টানা ৮টি টেস্ট সিরিজ জয়। শ্রীলঙ্কার মাটিতে লঙ্কা বাহিনীকে দুরমুশ করে সিরিজ জেতা। উপমহাদেশের মাটিতে বিরাট কোহলির ভারত যেন অশ্বমেধের ঘোড়া। জাদেজা,অশ্বিনদের থামানো যাচ্ছে না। এদিকে কয়েকদিন আগে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছিলেন- টিম কোহলির আসল পরীক্ষা হতে চলেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডে। কলম্বো টেস্ট ও শ্রীলঙ্কায় সিরিজ জেতার পর সেই চ্যালেঞ্জ নিচ্ছেন কোহলি। ক্যাপ্টেন কোহলির এবার লক্ষ্য সব দেশের মাটিতে সিরিজ জেতা।
ম্যাচ শেষে চেতেশ্বর পূজারা, অজিঙ্কে রাহানে ও ঋদ্ধিমান সাহার কথা আলাদা করে বলেছেন বিরাট। ম্যাচের সেরা জাদেজারও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কোহলি। সিরিজ জেতার পর এবার শেষ টেস্টটা জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।
বিডি প্রতিদিন/এ মজুমদার