ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন মোহাম্মদ আমির। আর তারই ধারাবাহিকতায় এসেক্সের হয়ে প্রথমবারের মতো ৫ উইকেট পেলেন পাকিস্তানি এ তরুণ পেসার।
রবিবার ইয়র্কশায়ারের বিপক্ষে অপ্রতিরোধ্য ছিলেন আমির। কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিজের দ্বিতীয় ম্যাচেই ৫ উইকেট পেয়েছেন তিনি। মাত্র ১৮ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছেন আমির। তার বোলিং তোপে মাত্র ১১৩ রানেই অলআউট হয়েছে ইয়র্কশায়ার। অন্যদিকে, ৮ উইকেটে ১৮৮ রানে প্রথম দিন শেষ করেছে দলটি। ইয়র্কশায়ারের বিপক্ষে ৭৫ রানের লিড নিয়েছে দলটি।
প্রসঙ্গত, স্পট ফিক্সিংয়ের শাস্তি কাটিয়ে গত বছরের জানুয়ারিতেই ক্রিকেটে ফিরেন পাকিস্তান দলের তিন ফরম্যাটের গুরুত্বপূর্ণ এই পেসার। আর তারপর থেকে তাকে স্বরুপেই দেখছে ক্রিকেট বিশ্ব।
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৭/ওয়াসিফ