জমে উঠেছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার শেষ টেস্ট। ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২২৪ রান।
ইংল্যান্ড দলকে টেনে নিয়ে গেলেন মঈন আলি। তিনি ৬৭ রানে অপরাজিত। অধিনায়ক জো রুট করেছেন ৪৯ রান। ইংল্যান্ড এগিয়ে আছে ৩৬০ রানে।
দক্ষিণ আফ্রিকার ডুয়েন অলিভিয়ার ৩ উইকেট নিলেন। মরনি মরকেল ও কাগিসো রাবাদা ২টি করে উইকেট পান।
এর আগে ইংল্যান্ডের ৩৬২ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ২২৬ রানে। টেম্বা বাভুমা সর্বাধিক ৪৬ করেন। ইংল্যান্ডের সফল বোলার জেমস অ্যান্ডারসন। তিনি ৪ উইকেট দখল করেন। স্টুয়ার্ট ব্রডের দখলে ৩ উইকেট। মঈন আলি পেয়েছেন ২টি।
চার টেস্টের সিরিজে ২–১ এগিয়ে আছে ইংল্যান্ড। সিরিজে সমতা ফেরাতে গেলে ম্যানচেস্টার টেস্টে প্রায় ৪০০ রান তাড়া করতে হবে দক্ষিণ আফ্রিকাকে। অবশ্য ডু’প্লেসিসদের হাতে দু’দিন সময় থাকছে। সঙ্গে থাকছে বৃষ্টির ভ্রুকুটি।
বিডি-প্রতিদিন/ ৭ আগস্ট, ২০১৭/ তাফসীর