অবশেষে রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু আগামীকাল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মেসিডোনিয়ায় অনুষ্ঠিতব্য ইউয়েফা সুপার কাপে পর্তুগীজ এই তারকাকে ছাড়াই মাঠে নামছে ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা।
রোনালদোর গ্রীষ্মকালীন অবসরটা অবশ্য খুব একটা সুখকর হয়নি। স্প্যানিশ আদালতের দায়ের করা কর ফাঁকির অভিযোগে তাকে বেশ মানসিক চাপে থাকতে হয়েছে। এজন্য গত সপ্তাহে তাকে মাদ্রিদের নিকটস্থ একটি কোর্টে হাজিরাও দিতে হয়েছে। যদিও প্রথম থেকেই পর্তুগীজ এই তারকা বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে আসছিলেন।
কনফেডারেশন কাপে পর্তুগালের হয়ে অংশ নেয়ায় প্রাক-মৌসুম সফরেও মাদ্রিদের সাথে ছিলেন না রোনালদো। ছুটি কাটিয়ে শনিবার তিনি রিয়ালের পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দিয়েছেন। সে কারণে কোচ জিনেদিন জিদানের বিবেচনায় ৩২ বছর বয়সী এই তারকা উইঙ্গার ফিলিপ টু এরিনার ম্যাচটিতে সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামবেন কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়।
দুই মাস আগে কার্ডিফে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে জুভেন্টাসকে ৪-১ গোলে পরাজিত করে টানা দুই বছরের জন্য শিরোপা জয় করেছিল মাদ্রিদ। ম্যাচটিতে দুই গোল করেছিলেন রোনালদো। দলের এই তারকা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জিদান বলেছেন, তার বিশ্রাম প্রয়োজন। সে এতদিন ছুটিতে ছিল, এটা তার জন্য গুরুত্বপূর্ণ। ইতোমধ্যেই মাদ্রিদের মৌসুম শুরু হয়েছে নরওয়ের শহর ট্রোনডেইমে সুপার কাপে সেভিয়ার বিপক্ষে ৩-২ গোলের জয় দিয়ে।
কালকের ম্যাচের পরে সপ্তাহের শেষে স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার মুখোমুখি হবে জিদান শিষ্যরা।
মাদ্রিদ কোচ বলেছেন, রিয়াল মাদ্রিদ এমন একটি দল, এমন একটি ক্লাব, এমন একটি প্রতিষ্ঠান যার মধ্যে জয়ের ক্ষুধা রয়েছে। আমরা সবাই জানি আমাদের অবস্থান কী। শিরোপা জয়ের মাধ্যমে যদি মৌসুম শেষ করা যায় তাহলে নতুন মৌসুমেও সেই ধারাবাহিকতা বজায় রাখার একটা আগ্রহ থাকে।
যদিও প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরে মাদ্রিদের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। ইউনাইটেডের বিপক্ষে ক্যালিফোর্নিয়ায় হাই প্রোফাইল ম্যাচটিতে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পরে পেনাল্টিতে হোসে মরিনহোর দল জয় তুলে নেয়।
গ্রীষ্মকালীন দলবদলের বাজারে মাদ্রিদ যেখানে বেটিস থেকে ডানি সেবালোস ও অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে থিও হার্নান্দেজকে দলে ভিড়িয়েছে সেখানে চ্যাম্পিয়নস লীগে ফেরার সুবাদে ইউনাইটেড বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে।
বেনফিকা থেকে ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফ, চেলসি থেকে মিডফিল্ডার নেমাঞ্জা মাটিচ ও এভারটন থেকে স্ট্রাইকার রোমেলু লুকাকে দলে ভিড়িয়ে ইউনাইটেড নিজেদের শক্তিশালী করেছে।
কালকের ম্যাচটির মাধ্যমে ইউনাইটেডের সামনে সুযোগ আছে আসন্ন প্রিমিয়ার লীগ মৌসুমটা আত্মবিশ্বাসের সাথে শুরু করার। রবিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের লীগ শুরু করতে যাচ্ছে রেড ডেভিলসরা। বর্ণাঢ্য ক্যারিয়ারে মরিনহো এখনো সুপার কাপ জয় করতে পারেননি।
চেলসিতে থাকাকালীন ২০১৩ সালে পেনাল্টিতে বায়ার্ন মিউনিখের কাছে পরাজিত হয়েছিল ব্লুজরা। এবার তার সামনে সুযোগ এসেছে পুরনো ক্লাবের বিপক্ষে মাঠে নামার।
২০১৩ সালে চেলসিতে আসার আগে মরিনহো তিন বছর রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবশ্য মরিনহো স্বীকার করেছেন স্প্যানিশ অভিজ্ঞতা এখন আর তার মধ্যে নেই।
এ সম্পর্কে তিনি বলেন, এই ধরনের পরিস্থিতিতে আমাকে বেশ কয়েকবারই পড়তে হয়েছে। পোর্তো ছাড়ার দুই মাসের মধ্যে আমাকে চ্যাম্পিয়নস লীগে তাদের মুখোমুখি হতে হয়েছিল। চেলসি ছাড়ার কয়েক মাসের মধ্যে ইউনাইটেডের বিপক্ষে তারা মাঠে নেমেছিল। এই ধরনের ম্যাচে আমি কখনই সাবেক ক্লাবের অভিজ্ঞতা থেকে নিজেকে বিচার করি না। সে কারণেই রিয়াল মাদ্রিদকে শুধুমাত্র একটি বড় ক্লাব, ইউরোপীয়ান চ্যাম্পিয়ন হিসেবেই বিবেচনা করছি। তাদের বিপক্ষে খেলতে পারাটাও আমাদের জন্য অনেক বড় একটি অনুপ্রেরণা।
বিডি প্রতিদিন/০৭ আগস্ট ২০১৭/আরাফাত