ইতিহাস গড়লো নেদারল্যান্ডসের নারী ফুটবল দল। প্রথমবাররে মতো দেশকে কোনো আন্তর্জাতিক শিরোপা এনে দিলো তারা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীনের শিরোপা জিতেছে তারা। ফাইনালে ডেনমার্কের নারীদের ৪-২ গোলে হারিয়ে তারা এই গৌরব অর্জন করেছে।
ইউরোপে নেদারল্যান্ডসের নারী দলের তেমন নামডাক নেই। কিন্তু এবারের আসরে তারা দেখিয়েছে দুর্দান্ত চেহারা। ফাইনাল পর্যন্ত আসরের ৬ ম্যাচে কোনো হার নেই তাদের। গোল হজম করেছে মাত্র একটি। সেটা ছিল গ্রুপপর্বে বেলজিয়ামের বিপক্ষে। যদিও ম্যাচটি তারা জেতে ২-১ গোলে। ১৬ দলের টুর্নামেন্টে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে তারা সুইডেন ও সেমিফাইনালে হারায় শক্তিশালী ইংল্যান্ডকে। আর ফাইনালের প্রতিপক্ষ ডেনামার্ককে গ্রুপপর্বে হারায় ১-০ গোলে।
টুর্নামেন্ট শুরু আগে নেদারল্যান্ডসের শিরোপার কথা কেউ চিন্তাই করতে পারেনি। আলোচনা ছিল সর্বোচ্চ আটবারের শিরোপা জয়ী জার্মানি, ফ্রান্স ও ইংল্যান্ডকে নিয়ে। এরমধ্যে জার্মানির নারীরা ছিল টানা সপ্তম শিরোপার সামনে। কিন্তু তারা এবার কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের কাছে হেরে বিদায় নেয়। এতে শিরোপার সম্ভাবনা ক্রমে উজ্জ্বল হতে থাকে নেদারল্যান্ডসের।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে এর আগে তাদের সর্বোচ্চ সাফল্য ছিল ২০০৯ সালে সেমিফাইনালে ওঠা। তবে এবার ডাচ মেয়েরা উজ্জীবিত ছিল নিজেদের মাটিতে টুর্নামেন্ট বলে। ফাইনালে নারী খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে মাঠে ছিলেন নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার মার্কো ভ্যান বাস্তেইন ও লুইস ভ্যান গাল।
ম্যাচের ষষ্ঠ মিনিটে নাদিয়া নাদিমের পেনাল্টি গোলে এগিয়ে যায় ডেনমার্ক। তবে সমতায় ফিরতে দেরি করেনি স্বাগতিকরা। এর চার মিনিট বাদে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান মেইদেমা। আর ২৭ মিনিটে ব্যবধান বাড়ান মার্টিন্স।
এরপর ৩৩ মিনিটে ডেনমার্ককে ২-২ গোলে সমতায় ফেরান হার্ডার। প্রথমার্ধ শেষ হয় ২-২ সমতায়। তবে দ্বিতীয়ার্ধটা নিজেদের করে নেয়ডাচ মেয়েরা। ৫১ মিনিটে স্পিতেসের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় তারা। আর ৮৯ মিনিটে বড় জয় নিশ্চিত করেন মেইদেমা।
বিডি প্রতিদিন/০৭ আগস্ট ২০১৭/আরাফাত