টানা তেরো মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সিতে কাটানোর পর ওয়েন রুনি এবার ঠিকানা বদলেছেন। ফেরত এসেছেন নিজের পুরানো ক্লাব এভার্টনেই। তবে রেড ডেভিলস-দের হয়ে এই তেরো বছরে তার নামের পাশে যেসব অনন্য কীর্তি তা চাইলেও বোধহয় ভুলতে পারবেন না সদস্য-সমর্থকরা।
ওল্ড ট্রাফোর্ডের ডেরায় থাকাকালীন রুনি সব টুর্নামেন্ট মিলিয়ে ম্যান ইউয়ের জার্সিতে গোল করেছেন ২৫৩ টি। স্যার ববি চার্লটনের আগের নজিরের চাইতে ৪ টি গোল বেশি। রবিবার সেই প্রসঙ্গেই সাংবাদিকদের রুনি বলেন, ‘মনে হয় না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ১৩ বছরে আমার করা এত গোলের রেকর্ড সহজে কেউ ভাঙতে পারবে বলে। হ্যাঁ, ভেঙে ফেলাটা সম্ভব যদি রোনালদো বা মেসির মতো কেউ ম্যান ইউয়ের জার্সি গায়ে তোলে! কিন্তু, মুশকিল হচ্ছে এখনকার দিনে কোনও তারকাই টানা এত বছর এক ক্লাবে কাটাতে চায় না। সেক্ষেত্রে এত গোলের নজির ভাঙাটা সত্যিই প্রায় অসম্ভব!’
বিডি-প্রতিদিন/ ৭ আগস্ট, ২০১৭/ তাফসীর