গলের পর কলম্বোতেও জয়। তিন টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। অর্থাৎ তৃতীয় টেস্ট হারলেও, সিরিজ জিতবে ভারত। এই নিয়ে পরপর আটটি টেস্ট সিরিজ জিতলেন বিরাট। সেই সঙ্গে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়াহ-এর টানা সাতটি টেস্ট সিরিজ জয়ের রেকর্ডও ভাঙলেন তিনি।
এর আগে ২০১৪-১৫ মৌশুমে অস্ট্রেলিয়া সফরে গিয়ে শেষবার টেস্ট সিরিজ হেরেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেবার ২-০ ব্যবধানে হেরেছিল তারা। তারপর থেকে ঘরে হোক কিংবা বাইরে একটি সিরিজেও হারের লজ্জার মুখে পড়তে হয়নি টিম ইন্ডিয়াকে। এখন সামনে শুধু অস্ট্রেলিয়া। রিকিং পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল টানা ন’টি সিরিজ জিতে তালিকায় শীর্ষস্থানে রয়েছে।
বিডি-প্রতিদিন/ ৭ আগস্ট, ২০১৭/ তাফসীর