রিয়াল মাদ্রিদের ওপর চাপ বাড়িয়েই চলেছেন হোসে মোরিনহো। মঙ্গলবার রাতে উয়েফা সুপার কাপে পুরানো ক্লাবের বিরুদ্ধে নামার আগে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ পরিস্কার বলে দিয়েছেন, তিনি গ্যারেথ বেলকে দলে নিতে ইচ্ছুক।
গত মৌশুমে চোটের জন্য ওয়েলশ স্ট্রাইকার নিয়মিত ছিলেন না রিয়ালের প্রথম একাদশে। মোরিনহো তাই বলেছেন, ‘মঙ্গলবারের ম্যাচে যদি বেল খেলে তাহলে অবশ্য অন্য কথা। ক্লাব ও কোচের পরিকল্পনায় যদি বেল থাকে, তাহলে আর এই বিষয়ে আগ্রহ দেখাব না। কিন্তু এই ম্যাচে বেল যদি না খেলে, তাহলে ওকে নেওয়ার কথা ভাবতেই হবে। বেল যদি ক্লাব ছাড়তে চায়, তো আমি ওকে ম্যান ইউতে নিয়ে যেতে চাই।’
২০১৩ সালে রেকর্ড ট্রান্সফার ফি-তে টটেনহাম হটসপার ছেড়ে রিয়ালে এসেছিলেন বেল। শুরুটাও দুর্দান্ত করেছিলেন। কিন্তু গত মৌশুমে চোটের জন্য সুযোগ পাননি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জুভেন্টাসের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নেমেছিলেন বেল। রিয়াল আবার মোনাকো থেকে নিতে চাইছে কিলিয়ান এমবাপেকে। তাই মোরিনহোও আগ্রহী হয়ে পড়েছেন বেলের ব্যাপারে।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৭/ তাফসীর