বিরাট কোহলি ও গ্রেট কালি দুই জন ভিন্ন জগতের তারকা হলেও তারা দু’জন খুব ভালো বন্ধু। রবিবার বন্ধু দিবসে শ্রীলঙ্কার কলম্বোয় দেখা হয়ে যায় তাদের। বন্ধু দিবসে প্রিয় বন্ধুকে পেয়ে কোহলি-কালি দু’জনই আবেগে আপ্লুত হলেন।
ভারতীয় অধিনায়ক কোহলির জন্য সাবেক ভারতীয় রেসলার গ্রেট কালির সাথে দেখা হওয়ার মুহূর্তটি হয়তো বিশেষ গুরুত্বই পেয়েছিলো। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে কালির সঙ্গে তোলা দু’টি ছবি পোস্ট করেন কোহলি।
টুইটারে ছবি পোস্ট করে কোহলি লিখেছেন, ‘গ্রেট কালির সঙ্গে সাক্ষাৎ করাটা দারুণ ছিলো। কী অসাধারণ একজন মানুষ!’
এ নিয়ে অবশ্য মজা করতেও ছাড়েননি কোহলির অনুসারীরা। কোহলির এই পোস্টের নিচে একজন রিটুইটে লেখেন, ‘কালির সামনে কোহলিকে একজন ছোট বাচ্চা মনে হচ্ছে।’
কালিকে বাঘ ও কোহলিকে পিঁপড়ের সাথে তুলনা করে আরেকজন লিখেছেন, ‘কোহলি ভাই, বাঘের সামনে আপনাকে দেখতে পিঁপড়ের মতো লাগছে।’
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৭/ তাফসীর