রাওয়াল পিন্ডি এক্সপ্রেসখ্যাত পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার মাঠে যে গতির ঝড় তুলতেন সেই কথা এখনো মনে করেন ক্রিকেটপ্রেমীরা । ব্যাটসম্যানদের কাছে মূর্তিমান আতঙ্ক ছিলেন তিনি। তবে গতির পাশাপাশি উইকেট পাওয়ার পর পাখির ডানার মতো দুই হাত দুদিকে দিয়ে তার উদযাপন ভঙ্গিও ছিল সমান জনপ্রিয়।
সম্প্রতি এক টুইট বার্তায় নিজের উদযাপনের রহস্য জানিয়ে ৪১ বছর বয়সী শোয়েব আকতার টুইট করে বলেন, ‘উইকেট পাওয়ার পর আমি এভাবে উদযাপন করতাম। কারণ ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল যুদ্ধ বিমানের পাইলট হওয়ার। যুদ্ধ বিমানের জন্য আমার ভালোবাসা এখনও অনেক বেশি।’
শোয়েব তার টুইটারে কিছুদিন আগেই একটি পাকিস্তানের যুদ্ধ বিমানের ছবি পোস্ট করেন। শোয়েব আখতার যে যুদ্ধ বিমানের বড় ভক্ত ছিলেন তার প্রমাণ মেলে সেখানেই।
বিডি প্রতিদিন/ ১০ আগস্ট, ২০১৭/ তাফসীর