বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হেরে র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অবনমন নিশ্চিত হয়ে গেছে। আর চট্টগ্রাম টেস্টে হারলে ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যাবে স্মিথ-ওয়ার্নারের দল। এই দুশ্চিন্তাই এখন পুরো অস্ট্রেলিয়া ক্রিকেটজুড়ে।
অন্যদিকে, বাংলাদেশের সামনে প্রথমবারের মতো আট নম্বরে উঠে আসার সুবর্ণ সুযোগ। কাগজে-কলমে ওয়েস্ট ইন্ডিজকে টপকে টাইগাররা এখন আটেই আছে! অফিসিয়াল ঘোষণা না আসায় তা বলা যাচ্ছে না। এদিকে, আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে অসিদের অবস্থান চারে দেখালেও আসলে তা হবে পাঁচ। সিরিজ শেষেই আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশ করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। চট্টগ্রাম টেস্টে জিতলেও পাঁচ নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হবে।
তবে, অঘটনটা ঘটবে হারলে। ২৯ বছরের মধ্যে র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ পতন হবে অসিদের। নেমে যেতে হবে ছয়ে। ১৯৮৮ সালে অ্যালান বোর্ডারের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার ষষ্ঠ স্থানে অবনমন হয়েছিল। তাই দীর্ঘ সময় পর একই উদ্বেগ-উৎকণ্ঠার সামনে দাঁড়িয়ে আছে স্মিথ-ওয়ার্নারের বর্তমান দলটি।
বিডি-প্রতিদিন/৫ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ