টেস্ট ও টি-টুয়েন্টির পর এবার ওয়ানডের অধিনায়কত্বও পেলেন ফাফ ডু প্লেসিস। সোমবার ক্রিকেট সাউথ আফ্রিকা আনুষ্ঠানিকভাবে দু প্লেসির নাম ঘোষণা করে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই পুরোদমে ক্যাপ্টেন্সির যাত্রা শুরু হচ্ছে ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের।
ডু প্লেসিস টি-টুয়েন্টিতে অধিনায়কত্ব পান ২০১৩ সালের ফেব্রুয়ারিতে। গেল বছর আগস্টে টেস্ট দলের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বও আসে তার কাঁধে, পরে সেটা হয়ে যায় স্থায়ী। এবার এলো ওয়ানডে দলের ভার। কয়েকদিন আগেই ওয়ানডে দলের দায়িত্ব ছাড়েন এবিডি ভিলিয়ার্স। সেই সাথে সম্ভাব্য অধিনায়ক হিসেবে ডু প্লেসিসের নামও উল্লেখ করেছিলেন এবিডি।
বর্তমানে বিশ্ব একাদশের অধিনায়ক হয়ে পাকিস্তানে খেলতে গেছেন ডু প্লেসিস। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ১২ সেপ্টেম্বর থেকে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলছে আইসিসি বিশ্ব একাদশ। এরপর চলতি মাসের ২৮ সেপ্টেম্বর থেকে টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সিরিজ। ২ টেস্টের পর ১৫ অক্টোবর থেকে তিন ওয়ানডে সিরিজ খেলবে দু'দল।
বিডি-প্রতিদিন/১২ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ