বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আকস্মিক ছুটিতে খুশি নন মুশফিক। অভিষেকের পর এবারই প্রথম স্বেচ্ছায় ক্রিকেট থেকে দূরে থাকছেন সাকিব। ফরম্যাটটি টেস্ট হওয়ায় এই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম খুশি নন বিষয়টিতে।
মুশফিক বলেন, দলের অধিনায়ক হিসেবে অবশ্যই আমি ব্যাপারটায় খুশি নই। কিন্তু সাকিব কাজের চাপ থেকে মুক্তি পেতেই বিশ্রাম চেয়েছে। তার ব্যক্তিগত সিদ্ধান্তকেও আমি শ্রদ্ধা জানাই। সে যদি ইনজুরির শিকার হতো, তাকে ছাড়াই আমাদের খেলতে হতো। এটা জীবনেরই অংশ।
বিডি প্রতিদিন/১২ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা