প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) অধিনায়ক থিয়াগো সিলভা মনে করেন চ্যাম্পিয়ন্স লীগে গত মৌসুমে বার্সেলোনার কাছে বড় ব্যবধানে হারের ঘটনাটি এখন শুধুই অতীত। যা তারা স্মৃতি থেকে মুছে ফেলেছে।
নকআউট পর্বের ফিরতি লেগের ম্যাচে বার্সেলোনার কাছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল উনাই এমেরির শিষ্যরা। তবে সিলভা বলেন, পিএসজি অতীতের সেই স্মৃতি এখন ভুলে গেছে। সেটা পেছনে ফেলে তারা নতুন করে চ্যাম্পিয়ন্স লীগের প্রস্তুতি নিয়েছে।
ব্রাজিলের এই ডিফেন্ডার বলেন, ‘বার্সেলোনার সঙ্গে ওই ফলাফলের কথা আমরা এরই মধ্যে ভুলে গেছি। আমরা জানি যে, এবারের প্রতিযোগিতাটি আমাদের কাছে স্পেশাল। আমরা মনেপ্রাণে অপেক্ষা করছি শুভ সূচনার।’
বিডি প্রতিদিন/১২ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম