২০০৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়াটা ভারতীয় ক্রিকেটের সবচেয়ে দুরবস্থা বলে মনে করেন দেশটির সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে ওয়েস্ট ইন্ডিজে ২০০৭ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া।
আর সেটি ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে শোচনীয় অবস্থা ছিলো জানিয়ে টেন্ডুলকার বলেন, ‘আমার মনে হয় ২০০৬-০৭ মৌসুমে সবচেয়ে শোচনীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিল আমাদের ক্রিকেট। ২০০৭ বিশ্বকাপের সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করতে পারিনি। কিন্তু সেখান থেকে আমরা ফিরে ভালোভাবে শুরু করেছিলাম এবং নতুন লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিলাম।’
২০০৭ বিশ্বকাপে ‘বি’ গ্রুপে ছিল বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কা ও বারমুডা। ওই আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে অসহায় আত্মসমর্পন করে ভারত। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে বারমুডার বিপক্ষে জয় পেলেও, শ্রীলঙ্কার কাছে হার মানে টিম ইন্ডিয়া। ফলে এক জয় নিয়েই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ভারত। ওই বিদায়ই ভারতীয় ক্রিকেটের শোচনীয় পর্যায় বলে জানান টেন্ডুলকার।
বিডি প্রতিদিন/১২ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম