বিশ্ব একাদশের বিরুদ্ধে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাবর আজমের অর্ধশতকের ওপর ভর করে ১৯৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ফলে জয়ের জন্য তামিম-ডুপ্লেসিসদের করতে হবে ১৯৮ রান।
মঙ্গলবার রাতে লাহোরে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার ফখর জামানের উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে আহমেদ শেহজাদ ও বাবারের আজমের দুর্দান্ত ব্যাটিংয়ের পর শেষ দিকে শোয়েব মালিক ও ইমাদ ওয়াসিমের ঝড়ো ব্যাটিং ১৯৭ রান করে সরফরাজবাহিনী। ৫২ বলে সর্বোচ্চ ৮৬ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। এছাড়া আহমেদ শেহজাদ ৩৪ বলে ৩৯, শোয়েব মালিক ২০ বলে ৩৮ ও ইমাদ ওয়াসিম ৪ বলে করেন ১৫ রান।
বিশ্ব একাদশের পক্ষে থিসারা পেরেরা সর্বোচ্চ ২টি উইকেট লাভ করেন। এছাড়া ইমরান তাহির, ক্যাটিং ও মরনে মরকেল প্রত্যেকে একটি করে উইকেট নেন।
বিডি-প্রতিদিন/১২ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব