ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টোয়েন্টি-২০ সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। মঙ্গলবার সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট একাদশকে ১০৩ রানের বড় ব্যবধানে হারায় অসিরা।
চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় অস্ট্রেলিয়া। মার্কাস স্টোয়নিসের ৬০ বলে ৭৬, ট্রাভিস হেডের ৬৩ বলে ৬৫, ডেভিড ওয়ার্নারের ৪৮ বলে ৬৪, অধিনায়ক স্টিভেন স্মিথের ৬৮ বলে ৫৫ ও উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের ২৪ বলে ৪৫ রানের কল্যাণে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৭৩ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।
জবাবে ২৪৪ রানেই গুটিয়ে যায় ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন শ্রিবাস গোস্বামী। অস্ট্রেলিয়ার অ্যাস্টন আগার ৪টি ও কেন রিচার্ডসন ২টি উইকেট নেন।
আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত-অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ শেষে ৭ অক্টোবর থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে দু’দল।
বিডি প্রতিদিন/১২ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম