ইংল্যান্ডের নারী ক্রিকেট দলের সদস্য ড্যানিয়েল ওয়াট। ২০১৪ সালে বিরাটকে বিয়ের প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন তিনি। তিন বছর পর আবারও সেই কোহলির কারণে আলোচনায় ড্যানিয়েল।
এবার আলোচনায় এসেছেন ব্যাটের নীচে বিরাট কোহলির নামের ভুল বানান লিখে। আর এতে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন ড্যানিয়েল। যদিও কোহলির প্রতি নিজের ভক্তি দেখাতে তার নাম লেখেন ব্যাটে। কিন্তু সেখানে কোহলির জায়গায় হয়ে যায় খোলি। এরপর থেকেই নেটিজেনরা তুলোধনা করতে থাকেন।
প্রসঙ্গত, কোহলির কাছ থেকে সম্প্রতি একটি ব্যাট উপহার হিসেবে পান ড্যানিয়েল। উপহার পাওয়া ব্যাটে আনন্দিত ক্রিকেটার নিজের স্বপ্নের পুরুষের নাম লিখে টুইটারে শেয়ারও করেন।
বিডি-প্রতিদিন/১২ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব