কখনও পারফরম্যান্সের কারণে, কখনও আবার মাঠের বাইরের ঘটনাকে কেন্দ্র করে শিরোনামে এসেছেন মিতালি রাজ। তবে এবার ভারত অধিনায়ক নতুন বিতর্কে জড়ালেন। খোলামেলা পোশাক পরে টুইটারে ছবি পোস্ট করার জন্য ভক্তদের কটাক্ষ ও পরামর্শ দুটোই হজম করতে হল তাকে।
সম্প্রতি বন্ধুদের সঙ্গে তোলা একটি গ্রুপ ফটো টুইটারে শেয়ার করেছিলেন ভারতীয় ক্রিকেটার। সেই ছবিতেই মিতালির পরে থাকা পোশাক নিয়ে প্রশ্ন তোলেন ভক্তরা। এক ভক্ত লেখেন, ‘‘আপনি এটা ডিলিট করে ফেলুন। আপনাকে কত মানুষ নিজেদের আদর্শ মানে, কিন্তু আপনার এই ড্রেসিং সেন্স ওদের নিরাশ করবে।’’ অন্য এক ভক্ত মিতালির ছবিতে রিটুইট করেন, ‘‘এই ধরনের ছবি আশা করা যায় না।’’
মিতালি অবশ্য দমবার পাত্র নন। সেই সব কটাক্ষের জবাবে নতুন একটি ছবি টুইটারে পোস্ট করেন মিতালি। ওই ছবিতেই নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, মিতালি রাজ খোলামেলা পোশাক পরে বসে রয়েছেন। পায়ের উপর পা তুলে রয়েছেন ভারতের মহিলা দলের অধিনায়ক। মিতালির হাঁটু উন্মুক্ত। ভারতের নারী দলের অধিনায়কের উদ্দেশে যারা কটূ মন্তব্য করেছিলেন, তাদের জন্য মিতালির বার্তা, ‘‘ভারসাম্য বজায় রেখে চলাই জীবন। উন্নতির চেষ্টা চালিয়ে যেতে হবে। থেমে গেল চলবে না।’’
বিডি প্রতিদিন/ ১২ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর