রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। লা লিগার ম্যাচে লেভান্তের বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখায় তাকে এ নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
লেভান্তের বিপক্ষে রিয়ালের ১-১ গোলে ড্র করা ম্যাচটির শেষ দিকে কলম্বিয়ার মিডফিল্ডার জেফারসন লের্মাকে ফাউল করে বহিষ্কার হন এই ব্রাজিলিয়ান।
নিষেধাজ্ঞার ফলে লিগে আগামী রবিবার রিয়াল সোসিয়েদাদ ও তিন দিন পর রিয়াল বেটিসের বিপক্ষে ঘরের মাঠে খেলতে পারবেন না মার্সেলো।
বিডি প্রতিদিন/১৪ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম