আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ এশিয়ান বাছাইপর্বের প্লে-অফ ম্যাচের প্রথম লেগে মুখোমুখি হবে সিরিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে বলে ফিফা নিশ্চিত করেছে।
আগামী ৫ অক্টোবর ম্যাচটি মেলাকার হাং জেবাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সম্পর্কিত একটি আনুষ্ঠানিক নিশ্চয়তা সকারুজরা ইতোমধ্যেই পেয়েছে বলে নিশ্চিত করেছে ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া। এর পাঁচদিন পরে সিডনিতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের ম্যাচটি।
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে কখনই খেলার সুযোগ পায়নি যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া। দেশটিতে চলমান গৃহযুদ্ধের কারণে বাছাইপর্বে তাদের সবকটি হোম ম্যাচ নিরপেক্ষ ভেন্যু হিসেবে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে।
এই ম্যাচে বিজয়ী দল নভেম্বরে কনকাকাফ অঞ্চলের চতুর্থ স্থান অর্জনকারী দলের সাথে হোম ও এ্যাওয়ে ম্যাচে অংশ নিবে। সেই ম্যাচে বিজয়ী দলই ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকেট পাবে।
বিডি প্রতিদিন/১৪ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম